ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে পাটকেলঘাটায় মিছিল ও পথসভা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০৮:২৪ পিএম
ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে পাটকেলঘাটায় মিছিল ও পথসভা

আগামী ১৯ শে জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়নে পাটকেলঘাটায়  মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

১৭ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায়  মিছিলটি  জামায়াত অফিসের সামনে থেকে শুরু হয়ে পাটকেলঘাটা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। 

তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা  জেলা শাখার সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। তালা উপজেলা শুর সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা শুরা সদস্য মুস্তাফিজুর রহমান, মাওলানা জাকির হোসেন, তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল হালিম, পেশাজীবী বিভাগের সেক্রেটারি শাহ আলম প্রমুখ। 

সমাবেশে বক্তারা  ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে  আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশে দল-মত নির্বিশেষে অংশগ্রহণ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে