নীলফামারীতে এক প্রতীকী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৮ জুলাই, ২০২৫, ০৩:৩৩ পিএম | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০৩:৩২ পিএম
নীলফামারীতে এক প্রতীকী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

নীলফামারীতে এক প্রতীকী ম্যারাথন দৌড় এর আয়োজন করা হয়। শুক্রবার এটির আয়োজন করে নীলফামারী জেলা প্রশাসন। জনতার গণঅভ্যুত্থান স্মরণে জুলাই পুনর্জাগরণ কর্মসূচির আওতায় নীলফামারী জেলা প্রশাসন এর আয়োজন করে। এর সার্বিক সহযোগিতায় ছিল নীলফামারী জেলা ক্রীড়া অফিস ও যুব উন্নয়ন অধিদপ্তর।

এ প্রতীকী ম্যারাথন দৌড়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রসহ সমাজের নানা স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সেখানে জুলাই বিপ্লবে শহীদদের স্বরণ করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে