পোরশায় শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ০২:২৯ এএম
পোরশায় শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

নওগাঁর পোরশায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর পোরশা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার সারাইগাছী শ্রমিক কল্যান ফেডারেশন কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর উপজেলা শাখার সভাপতি ইয়াদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নওগাঁ  জেলা সভাপতি নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নওগাঁ জেলা সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামাতের আমির সাগর আলী, উপদেষ্টা আঃ রহিম, জামায়াতের উপজেলা সাধারন সম্পাদক শরিফুল ইসলাম। এসময় জামায়ত নেতা নুর নবী ও আলাউদ্দিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর পোরশা উপজেলা শাখার ইয়াদুল হক সভাপতি ও আক্তারুজ্জামান সাধারন সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন শেষে ২৫ সদস্য বিশিষ্ট পোরশা উপজেলা শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে