চিতলমারীতে ফুটবল টুর্ণামেন্ট, লাঠিখেলা অনুষ্ঠান

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট):
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ০২:৩২ এএম
চিতলমারীতে ফুটবল টুর্ণামেন্ট, লাঠিখেলা অনুষ্ঠান

এহান বিজয় দিবস উপলক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে শহীদ জিয়া স্মৃতি সংঘের অয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্ট, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯ ও ২০ ডিসেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) উপজেলা সদর একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি মোঃ জিন্নাত আলী শেখের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট ১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রতিদ্বন্দী প্রার্থী ইঞ্জি: শেখ মাসুদরানা।  বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, কেন্দ্রীয় বিএনপি নেত্রী ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, চিতলমারী থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাৎ হোসেন প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে