কাপাসিয়ায় ঢাকার সমাবেশ সফল করতে জামায়াতের শোডাউন

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ১২:৪০ পিএম
কাপাসিয়ায় ঢাকার সমাবেশ সফল করতে  জামায়াতের শোডাউন
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহা সমাবেশ সফল করার লক্ষ্যে "চলো চলো, ঢাকা চলো" শ্লোগানে শ্লোগানে মুখরিত করে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী ব্যাপক শোডাউন করেছে। ১৯ জুলাই শনিবার দিনব্যাপী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আহূত কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গত দুই দিন ধরে বিভিন্ন ইউনিয়নে বিশাল গণমিছিল, র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে কাপাসিয়া উপজেলা সদরে বিশাল শোভাযাত্রার মাধ্যমে ব্যাপক শোডাউন করেছে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী। 'ফকির মজনু শাহ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে গণমিছিল ও শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের ডাকবাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোড, থানার মোড়, কাপাসিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন,এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, মাওলানা ইমতিয়াজ হোসেন প্রমূখ। নেতৃবৃন্দ শনিবারের ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহা সমাবেশ সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে