ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার

কালিয়াকৈর সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ১২:৪৩ পিএম
কালিয়াকৈর সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরে ট্রাকচাপায় নিহত যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাস স্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রুদ্র পাল (২০) নামে এক যুবক ক্ষত-বিক্ষত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৯ টার দিকে গোলচত্বরে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রুদ্র পাল উপজেলার পালপাড়া এলাকার বাসিন্দা।তিনি কালিয়াকৈর সদর বাসস্ট্যান্ডের ফুলবাড়িয়া রোডের গোলচত্বরে রাস্তা পার হওয়ার সময় সিমেন্ট বোঝাই মালবাহী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় তিনি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।তার মাথাসহ শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে