কিশোরগঞ্জের বাজিতপুর আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে সিনেমা হল মোড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা (জাসাস) এর আহ্বায়ক ফয়েজ আহমেদ ভূইয়ার নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, উপজেলা জাসাসের সদস্য সচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাসেল শিকদার, নাঈম ইসলামসহ মাইজচর, হুমাইপুর, গাজিরচর, বলিয়ারদীর নেতৃবৃন্দরা মানবন্ধনে অংশ গ্রহণ করেন।