মুন্সিগঞ্জের গজারিয়ায় জুলাই আন্দোলনের শহীদ মেহেদীর এক বছর পুণ্য উপলক্ষে স্মরণে গজারিয়া বিএনপির কৃষক দলের স্মরণ ও দোয়ার আয়োজন করেন ।
পরিবার সূত্রে জানা যায় মেহেদীর মৃত্যুর এক বছর পূর্ণ হল আজ। বাসায় ফুটবল খেলার কথা বলে বের হয়ে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আজ থেকে ঠিক এক বছর আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় সে।
তার মাথায় একটি গুলি লাগে। অবস্থা এরকম যে কেউ বলে দিতে পারবে নিখুঁত নিশানায় গুলিটি করা হয়েছে। আপনারা যারা ছবিটি দেখেছেন তাদের জানার কথা গুলিতে তার মাথায় একটি গর্ত হয়। মস্তিষ্ক ভেদ করে আরেক পাশ দিয়ে গুলি বের হয়ে যায়। লাশটি গুম করার অনেক চেষ্টা হয়েছিল, তবে সহপাঠীদের সাহসিকতায় স্বজনরা লাশটি পায়।
জুলাই আন্দোলনের শহীদ মেহেদীর স্মরণে গজারিয়াতে আজ কোথাও কোন কর্মসূচি বিএনপি'র কৃষক দল প্রতিবন্ধী মানুষের মাঝে চেয়ার বিতরণ অনুষ্ঠানে তাকে স্মরণ করেন এবং তার জন্য দোয়া চান । গত বছর ৫ আগস্টের পরে জামালদী ফুটওভার ব্রিজ ও মিনি স্টেডিয়ামে দুটি সাইনবোর্ড লাগানো হয়েছে।
শহীদ মেহেদীর বাবা মো: সানাউল্লাহ বলেন কখনো ছেলের কথা বলতে পারব না কারণ আমার একটাই ছেলে যখন আমি ফুটবল খেলা দেখি তখনই আমার ছেলের কথা মনে হয় সে ফুটবল খেলার কথা বলে বাসা থেকে বের হয়েছিল পরে লাশ হয়ে বাসায় ফিরেছে ছেলের মৃত্যুর পর এলাকায় বসুন্ধরা কোম্পানিতে চাকরি করে সংসার চালাই আজ এক বছর মসজিদে এবং বাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন তার যেন ব্যস্ত নসিব হয় কারন সে দেশের জন্য প্রাণ দিয়েছে। এদিকে আজ গজারিয়া বিএনপি কৃষক দল আয়োজিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে স্মরণ করে দোয়ার আয়োজন করা হয়েছে।