বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নে মসজিদ-ই-আবু বকর (রা:) এর কাজ নির্মাণ কাজের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। ১৯ জুলাই শনিবার সকাল ১১ টায় উপজেলার দীর্ঘতী ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে নির্মিত “মসজিদ-ই-আবু বকর (রা:)”এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “এই মসজিদ যেন দ্বীনি শিক্ষার কেন্দ্র হয়ে উঠতে পারে-সেই দোয়া করছি। মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং সমাজ সংস্কার ও নৈতিকতা বিকাশের ক্ষেত্রও বটে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, খানপুরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আজ আ জ ম. শামসুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যাতে মসজিদটি দ্বীনের খেদমতে সদ্ব্যবহৃত হয় এই প্রার্থনা করা হয়।