চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ সালের জানুয়ারী মাসে সংঘটিত ডাকাতি মামলার পলাতক আসামী মো:রুবেল (২৮)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৯ জুলাই শনিবার রাতে উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়। সে উক্ত এলাকার মৃত আবুল কালামের ছেলে। জানাযায় ওই সময় হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়াডস্থ মোজাহের পাড়ার ওসমান গনির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওসমান গনি বাদি হয়ে চন্দনাইশ থানায় ডাকাতি মামলা দায়ের করেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান,মামলার প্রেক্ষিতে ধৃত আসামী রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।