রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংগ্রামে শহীদ হওয়া সকলের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাকিব বিল্লাল, সহসভাপতি মিলন হোসেন, সহ-সাধারণ সম্পাদক সোহেল ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সোলায়মান শেখ ও আব্দুর সাত্তার, সাংগঠনিক সম্পাদক আহাদ শেখ এবং সহ-সাংগঠনিক সম্পাদক লিটন মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।