গাইবান্ধায় মুফতি মামুনুল হক

“যারা ফ্যাসিস্ট পতিত সরকারকে পুর্ণবাসনের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে”

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) :
| আপডেট: ১৯ জুলাই, ২০২৫, ০৫:৪৪ পিএম | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৪:১৩ পিএম
“যারা ফ্যাসিস্ট পতিত সরকারকে পুর্ণবাসনের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে”

“যারা ফ্যাসিস্ট পতিত সরকারকে পূর্ণবাসনের চেষ্টা করবে তাদের জনগনকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। আর কোন অবস্থাতেই বাংলার মাটিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠনের প্রক্রিয়া বরদাস্ত করা হবে না” শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সরকারি আব্দুল মজিদ বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা অধ্যাপক মামুনুল হক এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন অর্থনৈতিক চাকা নষ্ট করে ভারতের হাতে তুলে দেয়ার পরিকল্পনাকারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের তথা আওয়ামীলীগের বাংলার মাটিতে রাজনৈতি করার কোন অধিকার নেই।

যারা মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বাংলার মানুষ তাদের কোন দিনও ক্ষমা করবে না। মুফতি আল মাহমুদ আল মামুন সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজসিলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হকু মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম, গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মানসুরুর রহমান খান, সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম ফয়েজী, মুফতি মাহমুদুল হাসান কাশেমী, মাওলানা সাইফুল ইসলাম, মুহা: আইয়ুব বিন উসামা, মুফতি ইউসুফ কাশেমী, ইঞ্জিনিয়ার মাহমুব আলম সরকার, হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ। সমাবেশ শেষে গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন প্রাপ্ত  মুফতি মাহমুদ আল মামুনকে ভোট দানের জন্য জনগণের মাঝে পরিচয় করিয়ে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে