জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান-২০২৪ পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪ শহীদ ও ১২ আহতের নামে বৃক্ষ রোপণ করেছেন উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলা চত্বরে কৃষ্ণচুড়া গাছের ছাড়া আনুষ্ঠানিক ভাবে রোপণ করেছেন নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। বৃক্ষরোপণ কাজে অংশ গ্রহণ করেন সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ও জনৈক বীর মুক্তিযোদ্ধা।
ইউএনও’র দফতর সূত্র জানায়, গত বছরের জুলাই-আগষ্টে ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতন্ত্রপূর্ণদ্বারের সংগ্রামে সরাইলের চার ছাত্র শহীদ হয়েছেন। আহত হয়েছেন সরাইলের আরো ১২ বীর। ওই শহীদ ও আহতদের স্মরণে ‘ এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও ১৬টি কৃষ্ণচুড়া গাছের ছারা রোপণ করেছেন ইউএনও। চার শহীদ হলেন-শহীদ জসিম। তিনি ঢাকার গাবতলী এলাকায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাৎবরণ করেছেন। শহীদ মোবারক হোসেন । তিনি গুলিবিদ্ধ হয়েছেন ঢাকার কাঁঠালবাগান এলাকায়। শহীদ মাহমুদুল হাসান ঢাকার উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন। শহীদ রায়হান উদ্দিন গুলিবিদ্ধ হয়েছিলেন সিলেটের বিয়ানিবাজার এলাকায়। ছারা রোপণ শেষে ইউএনও বলেন, জাতীয় প্রোগ্রামের অংশ হিসেবে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে আমরা আজ বৃক্ষরোপণ করেছি। সরাইল উপজেলার ৪ জন শহীদের নামে ৪টি কৃষ্ণচুড়া গাছের ছারা রোপণ করেছি। সেই সাথে কিউ আর কোডযুক্ত তাদের নাম ফলকও যুক্ত করেছি। এখানকার বাসিন্দা আহত ১২ জনের নামে ১২টি ছারা রোপন করেছি।