জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরে আজ শনিবার জেলা পর্যায়ে চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯.৩০ টায় শুরু হয়ে এ প্রতিযোগিতা চলে বেলা ১২টা পর্যন্ত। এতে জেলার বিভিন্ন স্কুল, কলেজ মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ক্যানভাসে উঠে আসে গণতন্ত্র, অধিকার, ন্যায়বিচারের চিত্র। তারা তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দৃশ্যপট।
উপজেলা পর্যায়ে বাছাইকৃত মাধ্যমিক স্তরের ১৮টি এবং উচ্চমাধ্যমিক স্তরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান জেলা পর্যায়ে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে ৬টি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ও জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।