পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে শনিবার ভোর রাতে বনরক্ষীরা এবার একটি ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ ধরার নাইলনের ফাঁদ,বরফ ও আনুষঙ্গিক মালামাল জব্দ করেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার (১৯ জুলাই) ভোর রাত তিনটার দিকে নদীতে টহল কালে কটকা-কচিখালী সীমানার টাইগার ভারানী এলাকায় রাতের আধারে বিপরীত দিক থেকে একটি ট্রলার চালিয়ে তাদের দিকে আসতে দেখে। বনরক্ষীরা টর্চ লাইটের আলো জ্বালিয়ে ট্রলার থামাতে সংকেত দেয় । এ সময় ট্রলারে থাকা লোকেরা দ্রুত ট্রলারটি বনের পাশে ভিড়িয়ে লাফিয়ে পড়ে তারা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ট্রলারে তল্লাশী চালিয়ে ৮০ কেজি পরিমাণ ৩ বস্তা নাইলনের তৈরী হরিণধরা মালা ফাঁদ, বিপুল পরিমাণ বরফ, মাংস পরিমাপ করা দাড়িপাল্লা, ছুড়ি ও হাড়িপাতিল জব্দ করে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব কটকায় ট্রলারসহ হরিণধরা ফাঁদ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।