গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ গরু চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার ও চোরাই গরু উদ্ধার করেছে। একই সঙ্গে চুরিতে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, শ্রীপুর উপজেলার কনুর বড় দীঘিরপাড় এলাকার অলি উল্লাহর ছেলে জুয়েল রানা (৩৫), ঢাকার কেরানীগঞ্জের কানারচর এলাকার লিয়াকত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৪), আছমত আলীর ছেলে সদর আলী (৩৬), মৃত ছাত্তার মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২০), ছলিম হোসেনের ছেলে মোস্তফা মিয়া (২০), সাভার হেমায়েতপুরের মৃত শামছুল হকের ছেলে চুন্নু মিয়া (৫৫) এবং রংপুরের মিঠাপুকুর থানার মহাদেবপুর এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৬)। শুক্রবার (১৮ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কালীগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, গত ২ জুলাই কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ (পূর্বাচল সেক্টর-২৫) এলাকার বাসিন্দা কবির মিয়ার (৫০) বাড়ীর পাশ থেকে তার একটি গরু চুরি হয়। পরবর্তীতে স্থাণীয় এনডি নামক একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সংঘবদ্ধ চোর চক্রের অজ্ঞাত ৫ সদস্য একটি নীল রঙের পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৫-৭৬১৬) করে গরুটি তুলে নিয়ে যায়। এ ঘটনায় কবির মিয়া গত ৬ জুলাই কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ৪(৭)২৫)। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম একটি টিম নিয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন এর নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও স্থানীয়দের সহায়তায় ১৭ জুলাই বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ হরদি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চোর চক্রের জুয়েল রানা, শরিফুল ইসলাম ও সদর আলীকে গ্রেফতার এবং চুরিতে ব্যবহৃত পিকআপটি জব্দ করেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী, খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে আরও দুই সদস্য আশরাফুল ইসলাম ও মোস্তফা মিয়াকে গ্রেফতার করা হয়। একইদিন রাতে সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে চুন্নু মিয়া ও নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে চুন্নু মিয়ার খামার থেকে চোরাই গরুটি উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, গ্রেফতার হওয়া সাত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।