সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার কটুক্তির নিন্দা

এফএনএস (বলরাম দাশ অনুপম; কক্সবাজার) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৭:০০ পিএম
সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার কটুক্তির নিন্দা

কক্সবাজারের গণমানুষের নেতা, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলটির মুখপত্র সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে অরুচিকর, ইঙ্গিতপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। তিনি শর্তহীন ও দ্রুততর সময়ে এনসিপি নাছির উদ্দিন পাটোয়ারীর ওই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন। 

এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, সালাহউদ্দিন আহমদ শুধুই নেতা নন, তিনি একজন মৃত্যুঞ্জয়ী বীর। তিনি জাতীয় সম্পদ। তিনি দেশের জন্য, জাতীয়তাবাদী রাজনীতির জন্য নিজের জীবনের পরোয়া করেননি। তিনি একজন দেশপ্রেমিক বলেই তাঁকে গুমের শিকার হতে হয়েছে। ফ্যাসিষ্ট হাসিনা সরকার সালাহউদ্দিন আহমদকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছে। 

তিনি বলেন, এমন একজন জাতীয় নেতাকে নিয়ে, আমাদের কক্সবাজারে গর্বের মানুষকে নিয়ে অন্য কোন রাজনৈতিক দলের কোন নেতা-কর্মী এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। 

তিনি বলেন, এধরণের মিথ্যা, বানোয়াট ও শিষ্ঠাচার বর্জিত বক্তব্য জাতির ঐকবদ্ধ অগ্রযাত্রায় ফাটল ও পালিয়ে যাওয়া দোসরদের সংগঠিত হতে সহায়ক হবে। দেশে অহেতুক বিশৃঙ্খলা ও অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি হবে। যা কখনো কাম্য নয়।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান অতি দ্রুত এনসিপি নেতাদের কুরুচিপূর্ণ ও অবান্তর বক্তব্য প্রত্যাহার করে সালাহউদ্দিন আহমদ ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে