কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের মিলাদ ও দোয়া

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৫, ০৮:৩৬ পিএম
কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের মিলাদ ও দোয়া
গাজীপুরের কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে জুলাই আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক হাসিবুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবিএম আবু বকর ছিদ্দিক। কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হিমেল খান এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাসিদুল ইসলাম জীবন, সহ-সভাপতি হাসিবুল হাসান রিপন, আশরাফ আলী মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক মো. রিফাত, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রিপন, আহবায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, যুগ্ম সম্পাদক লাবিব হোসেন লাবু প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে ছাত্রনেতা ওয়াসিমুল, আনাস, তারেক মনোয়ার, মিরাজ আহমেদ সহ কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে কালীগঞ্জ পৌর উলামা দলের আহবায়ক মুফতি সফিকুল ইসলাম শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে