প্রধান উপদেষ্টার সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন জামায়াত আমির

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ১২:৩০ পিএম
প্রধান উপদেষ্টার সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশেশে সমাপনী বক্তব্যে দেওয়া কালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। এক পর্যায়ে সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হলে প্রধান উপদেষ্টার অনুরোধে প্রেস সচিব তাকে দেখতে যায়। প্রধান উপদেষ্টার এমন সহমর্মিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি রোববার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘গতকাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন।’

‘আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এই সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন’-যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে