জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার সকালে চট্টগ্রামের মোটেল সৈকতে জুলাই শহিদ পরিবারের সঙ্গে আলাপকালে বললেন, “প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও স্বৈরাচারের দোসররা রয়েছে। তাই শহিদ পরিবারগুলো যে সম্মান পাওয়ার কথা সেই সম্মানটুকু পায়নি। আমরা যখন সরকারে ছিলাম তখন আমরা তাদের নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়ার ক্ষেত্রে চাপ তৈরি করেছি।”
নাহিদ আরও যোগ করে বলেন, “আমরা সারাদেশের সব শহিদ পরিবারদের সঙ্গে বসছি। তাদের সবারই কমবেশি একই ধরনের সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজখবর নেয়া হয়েছে।”
‘আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা এসেছি আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিল, সে জায়গা থেকে আপনাদের আমরা একটি পরিবার মনে করি। তারা পুরো বাংলাদেশের, দেশের জন্য জীবন দিয়েছেন। তাদের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি’-উল্লেখ করেন তিনি।