বগুড়া সারিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে উত্তরন নামে এক ফার্মেসীর লাখ টাকা জরিমানা করা হয়েছে।অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে উত্তরন ফার্মেসীতে রোগী দেখতেন হারুনুর রশিদ। তিনি এমবিবিএস না হয়েও নামের আগে ডাক্তার ব্যবহার করতেন, এন্টিবায়োটিক ওষুধও লিখতেন হরদম এবং তার ফার্মেসির ড্রাগ লাইসেন্সও নবায়ন ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী গতকাল বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় এবং নামের আগে ডাক্তার ব্যবহার করার অপরাধে হারুনর রশীদের নামে এক ব্যক্তির ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তবে ওই হারুনুর রশিদ জরিমানার টাকা রাতারাতি পরিশোধ করেম।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ভিক্টিমের ১লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান উপজেলায় অব্যাহত থাকবে।
শাহজাহান কবির বলেছেন, সে যায়যায়দিন পত্রিকার সাংবাদিক। সে এই দাপটে অনেক কিছু করেছেন। প্রমাণ করলেন আইন সবার জন্যই সমান।