মুক্তাগাছায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের নন্দীবাড়ীর জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রীতার সঞ্চালনায় ও ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন , পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হাসান, হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুল প্রমূখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, নারী নেত্রী ও শিক্ষক লুৎফুন্নাহার,আসমা বেগম, আজিজা রহমান, মমতাজ বেগম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে দুই সহগ্রাধিক নারী নেত্রী ও কর্মী উপস্থিত ছিলো।