কোম্পানীগঞ্জে

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপুর্ণ বক্তব্যের প্রতিবাদে সমাবেশ

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০৫:১৮ পিএম
তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপুর্ণ বক্তব্যের প্রতিবাদে সমাবেশ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, ষড়যন্ত্র এবং দলের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপিসহ অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে  এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে বসুরহাট আর.ডি শপিং মলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য নুরুল আলম শিকদার। এতে নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য ও বসুরহাট পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি  আবদুল মতিন লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বসুরহাট পৌরসভা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক,

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল ও সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ প্রমুখ নেতৃবৃন্দ। এসময় সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলেন। জামায়াতে ইসলামী বিএনপি’র সাথে মিলেমিশে কাজ করলে ২০টি আসন পাবে; অন্যথায় ৩টি আসন পাবে। রাজাকার এবং স্বৈরাচার মিলে বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে