কপিলমুনিতে ১০ বোতল এ্যালকোহলসহ বিক্রেতা আটক

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০৬:১০ পিএম
কপিলমুনিতে ১০ বোতল এ্যালকোহলসহ বিক্রেতা আটক

খুলনার পাইকগাছায় কপিলমুনি ফাঁড়ির পুলিশ ১০ বোতল হোমিও প্যাথি রেক্টিফাইড স্প্রিট (এ্যালকোহল)সহ আব্দুল কুদ্দুস খাঁ (৬০) নামে এক বিক্রেতাকে জনতার সহায়তায় আটক করেছে। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে কপিলমুনির নতুন মাছ কাটা সংলগ্ন একটি দোকানের পেছন থেকে তাকে আট করা হয়।ক পিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই সবুর জানান, স্থানীয় আক্তার হোসেন, আবু বক্কারসহ সহ কতিপয় যুবক এ্যালকোহলসহ ঐ বিক্রেতাকে আটকের পর স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এরপর তিনি এস আই সবুর, এএসঅই সোহরাব হোসেন, শাহিন আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাছ কাটা এলাকায় এসে তাকে ঐ মাদকদ্রব্যসহ আটক করে। পুলিশ জানায়, বোতলগুলির গায়ে হোমিওপ্যাথি ওষুধের লেবেল লাগানো ছিল। স্থানীয়রা জানান, কুদ্দুস দীর্ঘ দিন ধরে সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকা থেকে ঐ এ্যালকোহল আমদানি করে ফেরি করে বিভিন্ন জনের কাছে বিক্রি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কুদ্দুস জানায়, তিনি নিজেও খান বাকিগুলি বিক্রি করে থাকেন। তিনি এগুলো বিভিন্ন হোমিও প্যাথি দোকানের পাশাপাশি কতিপয় যুবকদের কাছে বিক্রি করেন বলেও স্বীকার করেন। এসআই সবুর আরোও জানান, প্রাথমিকভাবে বোতলগুলির গায়ে লাগানো লেবল অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ বলে মনে হচ্ছে। তবে তা ফরেনসিক বিভাগে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে এগুলো নেশাদ্রব্য কিনা।

আপনার জেলার সংবাদ পড়তে