খাজরার শিশু সুলতান মাদ্রাসা থেকে নিখোঁজ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৭ এএম
খাজরার শিশু সুলতান মাদ্রাসা থেকে নিখোঁজ

আশাশুনি উপজেলার খাজরার শিশু জালালাবাদ বাবর আলী কওমী মাদ্রাসা হতে নিখোঁজ হয়েগেছে। গত দু'দিনে তার কোন সন্ধান পাওয়া যায়নি। খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের মন্তাজ সরদারের ছেলে সুলতান সরদার (১৪)   দাকোপ কাকড়াবুনিয়া জালালাবাদ বাবর আলী কওমী মাদ্রাসার ছাত্র। সবার অজান্তে সে দু'দিন পূর্বে মাদ্রাসা থেকে চলে যায়। অনেক খোজাখুঁজির পরও তার কোন খোঁজ পাওয়া যায়নি। শ্যামলা রঙের হালকা পাতলা শিশুটির কোন খোঁজ পেলে ০১৯৪০৫১৮১২৮ বা ০১৯১১২৭২০৬৬ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে