যৌতুকের জন্য নির্যাতন ও দ্বিতীয় বিয়ে: প্রতিকার চান প্রথম স্ত্রী

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০৭:১০ পিএম
যৌতুকের জন্য নির্যাতন ও দ্বিতীয় বিয়ে: প্রতিকার চান প্রথম স্ত্রী

বাগেরহাটের মোল্লাহাটে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে প্রথম স্ত্রী রুমা আক্তার (২০) বর্তমানে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তার স্বামী ইয়ামিন বিশ্বাসের (২৪) বিরুদ্ধে, যিনি সম্প্রতি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। রুমা আক্তার বাগেরহাট সদর উপজেলার দে পাড়া এলাকার আঃ হালিম পাইক ও নাজমিন বেগমের মেয়ে। প্রায় এক বছর আগে তার বিয়ে হয় মোল্লাহাট উপজেলার গাড়ফা এলাকার ইস্রাফিল বিশ্বাসের ছেলে ইয়ামিন বিশ্বাসের সঙ্গে।

বিয়ের পর সাত মাস পর্যন্ত রুমা তার শ্বশুরবাড়িতে অবস্থান করলেও, যৌতুকের দাবিতে তাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। চাপের মুখে পড়ে তার পরিবার ৫০ হাজার টাকা দেয় ইয়ামিন ও তার পরিবারের হাতে। কিন্তু এরপরও নির্যাতন থামেনি; বরং আরও ৫ লক্ষ টাকার অতিরিক্ত যৌতুকের দাবিতে রুমাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পরিস্থিতির অবনতি হওয়ায় রুমা খুলনার আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেন। মামলার প্রক্রিয়া চলাকালীন রুমা জানতে পারেন, তার স্বামী গোপনে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। গত ১৮ জুলাই গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার নিলফা (খালকের বাজার) এলাকায় ‘হীরা’ নামের এক নারীর সঙ্গে ইয়ামিনের বিয়ে সম্পন্ন হয়। রুমা বিয়েটি ঠেকাতে মোল্লাহাটে উপস্থিত হলেও তাকে এড়িয়ে গভীর রাতে বিয়ে সম্পন্ন করা হয়। রুমা আক্তার বলেন, "আমি এখন আইনের আশ্রয় নিয়েছি। আমার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা বেআইনি, আমি এসবের সঠিক বিচার চাই।"

অন্যদিকে ইয়ামিনের পিতা ইস্রাফিল বিশ্বাস জানান, “আমার ছেলের বউ ভালো না। তবে বিষয়টি মিমাংসা না করে ছেলেকে বিয়ে করানো অন্যায়।” তাই আপাতত বিয়ে করাবেন না বলেও জানান তিনি। রুমা আক্তার বর্তমানে ন্যায় বিচারের আশায় সমাজ ও প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে