রাজিবপুরে বিক্ষোভ ও সমাবেশ

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ০৪:০১ এএম
রাজিবপুরে বিক্ষোভ ও সমাবেশ

টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত ও নামাজ রতন নিরস্ত্র তাবলীগের সাথীদের উপর সাদপন্থীদের হামলায় নিহত ও আহতদের বিচার ও সাদপন্থী নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামের রাজিব পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর রাজিব পুর ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কয়েক শত তাওহীদি জনতার রাজিব পুর জামে মসজিদ থেকে শুরু করে বিক্ষোভ মিছিল নিয়ে রাজিব পুর শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল থানা মোড়ে শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম, হাফেজ আফজাল হোসেন, মাওলানা তামিম ফয়সাল, মুফতি নজরুল ইসলাম কাশেমী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা সোলাইমান, মাওলানা ওসমান গনি, মুফতি আমির হামজা ও আলহাজ্ব শাহজাহান আর্মি প্রমুখ। বক্তারা বলেন সন্ত্রাসীগোষ্ঠী সাদপন্থী হত্যাকারী ও মদদ দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি, রাজিব পুর উপজেলাধীন সকল মসজিদে সাদা পন্থীরা কার্য কার্যক্রম বন্ধ,ওয়াসফিয়া উসামা ও আব্দুল্লাহ গংদের ফাঁসি,ময়দান ফাঁকা ও সাদা পন্থীদের নিষিদ্ধের দাবি করেন। পরে মোনাজাতের মধ্যদিয়ে সমাবেশ সমাপ্ত করা হয়

আপনার জেলার সংবাদ পড়তে