গজারিয়ায় ৩ টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০৮:০৮ পিএম
গজারিয়ায় ৩ টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস

মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত ৩টি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস কর্তৃপক্ষ। রোববার উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া পাখির মোড়, চর বাউশিয়া বড়কান্দী সজিব পাম্পের বিপরীতে,  ও টেংগারচর ইউনিয়নের নতুন রাস্থা এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাসগ্যাস কর্তৃপক্ষ। এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন মুন্সিগঞ্জ জেলা ভূমি অধিগ্রহণ সাখার ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। 

তিতাস গ্যাস মেঘনা অঞ্চলের ব্যবস্থাপক সুরুজিত কুমার শাহ বলেন, তিনটি চুনা কারখানা গুড়িয়ে দেয় হয় এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  তিনটি চুনা প্রতি মাসে এক কোটি টাকার গ্যার পুড়াতেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগে বিরুদ্ধে অভিযোগ অব্যাহত থাকবে। অভিযানের সার্বিক সহযোগী ছিলেন গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।

আপনার জেলার সংবাদ পড়তে