আবুল হোসেন পীর সাহেবের ৩২ তম উফাত দিবস পালিত
হযরত মৌঃ শাহ সুফি শায়েখ আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী পীর সাহেবের ৩২ তম ওফাত দিবস ২০জুলাই বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরিফে মাজার জিয়ারত সহ দেশের বিভিন্ন এলাকায় মিলাদ মাহফিল,কোরআন তেলাওয়াত, তাসবিহ খতম, আলোচনা ও তবারক বিতরনের আয়োজন সুসম্পন্ন হয়েছে ।
বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরীর পিতা হযরত মৌঃ শাহ সুফি আবুল হোসেন আল কাদরী আল বৈরাবরী পীর সাহেব ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ, আধ্যাত্মিক সাধক,তরিকতের পথপ্রদর্শক, অসংখ্য ভক্তের কান্ডারী, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের গদিনশীন পীর। তিনি ১৯৯৩ ইং সালের এই দিনে উফাত বরন করেন।