নীলফামারীতে ক্যানেলের পার ভাঙ্গা পানিতে ডুবে গেছে ফসলি জমি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ১১:৫৬ এএম
নীলফামারীতে ক্যানেলের পার ভাঙ্গা পানিতে ডুবে গেছে ফসলি জমি

নীলফামারীতে তিস্তা ক্যানেলের পার ভেঙ্গে বেড়িয়ে আসা পানিতে ডুবে গেছে ফসলি জমি। এটি ঘটেছে সদর উপজেলার কানিয়াল খাতা খালুয়ার পুল সংলগ্ন এলাকায়। তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন একটি ক্যানেলের প্রায় ৪০ ফুট জায়গা পার ভেঙে গেছে। এতে ক্যানেলের পানি আশপাশের বিস্তীর্ণ ফসলি জমিতে প্রবেশ করে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা।

কৃষকরা জানান, বেশ কিছুদিন ধরেই ক্যানেলের পার ধসের সম্ভাবনা দেখা দেয়। এটি দেখার পরও দায়িত্বে থাকা কর্তারা সংস্কারে কর্ণপাত করেননি। তাদের খাম খেয়ালিপনার কারণে অবশেষে বড় ধরণের ভাঙনের ঘটনা ঘটে। এতে ধানের চারা, শাকসবজি সহ অন্যান্য ফসল ডুবে গেছে। ওই এলাকার এক কৃষক বলেন, আমরা দিনরাত কঠোর পরিশ্রম করে জমিতে চারা রোপণ করেছি। এখন বাঁধ ভাঙ্গার পানিতে সব কিছু নষ্ট হওয়ার পথে। যদি দ্রুত সময়ে সংস্কার না হয়,তাহলে আমাদের পুরো মৌসুমই ক্ষতির মুখে পড়বে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আরেক কৃষক বলেন, এটা কোনো আকস্মিক ঘটনা নয়। বহুদিন ধরে আমরা বলছি,কিন্তু আমাদের কথা কেউ শোনেনি।

স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গন সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সংস্কারে কোন পদক্ষেপ নেয়নি। তবে দাবি জোরালো হওয়ার পর ২০ জুলাই থেকে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ দিয়ে জরুরি মেরামতের কাজ শুরু করা হয়।

নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম বলেন,ভাঙা অংশে জিও ব্যাগ ফেলে দ্রুত পানি ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।

এদিকে এলাকাবাসীর দাবি, শুধু সাময়িক জিও ব্যাগে সমস্যার সমাধান হবে না। তারা স্থায়ী ও টেকসই মেরামতের দাবি জানিয়েছেন, যাতে আগামী মৌসুমে আবারও এমন বিপদের মুখে পড়তে না হয়।

আপনার জেলার সংবাদ পড়তে