গজারিয়া কুয়েত প্রবাসীর মৃত্যু, লাশ দ্রুত ফিরিয়ে আনার আকুতি

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ১২:২৫ পিএম
গজারিয়া কুয়েত প্রবাসীর মৃত্যু, লাশ দ্রুত ফিরিয়ে আনার আকুতি

মুন্সিগঞ্জের  গজারিয়া ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের  কুয়েত প্রবাসী আসলাম হোসেনের মর্মান্তিক মৃত্যু পরিবারের আশা লাশ দ্রুত ফিরিয়ে আনার  আকুতি। 

গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি-গুণপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে কুয়েত প্রবাসী আসলাম হোসেন (৩৮) ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার (২০ জুলাই) রাতে তারা তার মৃত্যুর খবরটি পান। নিহতের লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।

এদিকে তার গ্রামের বাড়িতে শোকের মাতব বইছে তার বাবা মার একটি চাওয়া আমরা কিছুই চাইনা আমার ছেলের লাশ ফিরিয়ে এনে একটু দেখে  আমরা কবর দিব এতেই আমরা অনেক শান্তি পাবো সরকারের কাছে আকুল আবেদন আমাদের সন্তানের লাশ যেন আমাদের কাছে ফিরিয়ে দেয় এভাবেই কান্না করে বলছিল তার বাবা।

আপনার জেলার সংবাদ পড়তে