পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ০১:৫২ পিএম
পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন, ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, পাকুন্দিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল আল মনসুর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ ও আবদুল কদ্দুছ, উপজেলা শিক্ষা অফিসার ড. দৌলত হোসেন ভূঁইয়া, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহমেদ, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ক.ম. মুহিবুল্লাহ বচ্চন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান শাহীন, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন প্রমুখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। 

সভায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পৌরসদর বাজারের যানজট নিরসন, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোুপ করা হয়। এছাড়াও উপজেলার যে কোন প্রান্তে মাদকসহ যে কোন অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে