কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র রবিবার ৩.৩০ মিনিটে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করেন। প্রায় অর্ধশত সাংবাদিকের উপস্থিতিতে মতবিনিময় সভায় সকলের পরিচয় প্রদানের মাধ্যমে প্রধমেই বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার।
সাংবাদিকদের মধ্যে আলোচনার শুরুতেই বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সহ-সভাপতি এস এম গোলাম মোস্তফা, যুগ্ম সাধারন সম্পাদক শামসুজ্জোহা সুজন, প্রচার সম্পাদক রবিউল আলম লিটন, সদস্য রফিকুল হাসান রন্জু, সদস্য প্রভাষক মোখলেছুর রহমান ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ।
উপজেলার উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে শিক্ষার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, ফায়ার স্টেশন নির্মাণ , সোনাহাট স্থলবন্দরের উন্নয়ন, ব্রিটিশ আমলে নির্মিত সোনাহাট ব্রিজে অহরহ দুর্ঘটনার করল থেকে রক্ষা, দুধকুমার নদের তীরবর্তী চরাঞ্চলের শিল্প অথবা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কৃষক ও বেকার মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা, যানযট নিরসন, বিনা পারিশ্রমিকে একজন স্থানীয় ট্রাফিক দীর্ঘদিন কাজ করায় তার বেতনের ব্যবস্থা করা বিষয় সমুহ প্রধানত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনেক পয়েন্ট নোট করেন এবং পর্যায়ক্রমে কাজগুলি সমাপ্ত করবেন।