ফুটবলপ্রেমী দেশের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি—ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় সিঙ্গাপুরের। দর্শকদের মধ্যে ছিল প্রবল আগ্রহ ও প্রত্যাশা, কারণ এই ম্যাচে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন তিন প্রবাসী ফুটবলার—হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম ও ফাহামিদুল ইসলাম। তবে মাঠের খেলায় আশানুরূপ ফল আসেনি; ২-১ গোলে পরাজিত হয় স্বাগতিক দল।
কিন্তু খেলার ফলাফল ছাড়াও এই ম্যাচে একটি শৃঙ্খলাজনিত বিষয় নিয়ে আলোচনায় এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরু করতে নির্ধারিত সময়ের চেয়ে দুই মিনিট বিলম্ব করায় বাফুফেকে শাস্তির মুখে পড়তে হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ম্যাচ-পরবর্তী তদন্তে বিলম্বের বিষয়টি আমলে নেয় এবং ১৭ জুলাই তাদের শৃঙ্খলা ও নৈতিকতা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়—বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ১৫০০ মার্কিন ডলার জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ টাকার সমান।
বিলম্বের কারণ হিসেবে এএফসি জানায়, দ্বিতীয়ার্ধের শুরুতে খেলোয়াড় পরিবর্তনের সময় চতুর্থ রেফারির সঙ্গে দলের ম্যানেজার ও সহকারী কোচের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। মূল রেফারি এসে পরিস্থিতি সামাল দিলেও এর ফলে কয়েক মিনিট সময় অপচয় হয় এবং খেলা নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।
শুধু বাংলাদেশ নয়, একই ধরনের কারণে শাস্তি পেয়েছে পাকিস্তান ও মিয়ানমার ফুটবল সংস্থাও। তবে ভবিষ্যতের জন্য বাফুফেকে সতর্ক করেছে এএফসি—এমন অনিয়ম আবার ঘটলে আরও কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
অন্যদিকে, ম্যাচটিতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কৌশলগত ভুল নিয়েও সমালোচনা রয়েছে। দর্শকদের আশা-ভরসা ছিল বড় জয় নিয়ে, কিন্তু কাঙ্ক্ষিত ফল না আসায় ফুটবলপ্রেমীরা হতাশ হন। দীর্ঘদিন পর জাতীয় ফুটবল দল ঘিরে যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, তা শেষ পর্যন্ত ব্যর্থতায় ঢাকা পড়ে যায়।