ইউনাইটেড অধ্যায়ের অবসান, স্বপ্নের ক্লাবে রাশফোর্ড

স্পোর্টস প্রতিবেদক | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ০৩:৩৪ পিএম
ইউনাইটেড অধ্যায়ের অবসান, স্বপ্নের ক্লাবে রাশফোর্ড

ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ডের ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় ধীরে ধীরে শেষের দিকে গড়াচ্ছিল। কোচ রুবেন অ্যামোরিমের পরিকল্পনায় না থাকায় মাঠে সময় পাচ্ছিলেন না, ছয় মাস ধারে খেলেছেন অ্যাস্টন ভিলায়, আর শেষ পর্যন্ত এক মৌসুমের জন্য বার্সেলোনায় যোগ দিয়েছেন ধারে। তবে এই চুক্তির ভেতরেই রয়েছে স্থায়ীভাবে বার্সার হয়ে যাওয়ার সুযোগ।

২৭ বছর বয়সী রাশফোর্ড ইতোমধ্যে বার্সেলোনায় পৌঁছেছেন এবং সোমবার (২১ জুলাই) মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কাতালান ক্লাবে যাত্রা শুরু করেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মঙ্গলবার তাকে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

রাশফোর্ডের এই বার্সেলোনা অধ্যায় শুধুমাত্র পেশাদার চুক্তির আর্থিক দিকেই সীমাবদ্ধ নয়। বরং এটিতে প্রতিফলিত হয়েছে একজন ফুটবলারের স্বপ্নপূরণের দৃঢ়তা ও আত্মত্যাগ। ইউনাইটেডে তিনি যেখানে বছরে ১৮ মিলিয়ন ইউরো বেতন পেতেন, সেখানে বার্সেলোনার প্রস্তাব মেনে নিয়েছেন প্রায় ৩০ শতাংশ বেতন কমিয়ে। নতুন চুক্তি অনুযায়ী তার আয় দাঁড়াবে বছরে প্রায় ১০ মিলিয়ন ইউরো।

রাশফোর্ডের প্রতি বার্সার এই আগ্রহের পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা ও খেলোয়াড়ের আগ্রহ। লিভারপুলের লুইস দিয়াজ ও অ্যাথলেটিক বিলবাওয়ের নিকো উইলিয়ামসের মতো খেলোয়াড়দের নাম থাকলেও তাদের চড়া ট্রান্সফার ফি বার্সাকে ভাবিয়ে তোলে। সে তুলনায় রাশফোর্ড ছিলেন অপেক্ষাকৃত সহজ সমাধান। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবর অনুযায়ী, এই ইংলিশ ফরোয়ার্ড নিজেই আগ্রহ দেখিয়েছিলেন বার্সায় যোগ দিতে এবং নিজের আর্থিক চাহিদাও কমিয়েছেন যাতে স্বপ্নের ক্লাবে খেলার সুযোগ আসে।

বর্তমান চুক্তির আওতায়, বার্সেলোনা চাইলে ২০২৬ সালের গ্রীষ্মে মাত্র ৩০.৯ মিলিয়ন ডলার দিয়ে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২৪ কোটি টাকা) রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে নিতে পারবে। এই চুক্তি সম্পন্ন হওয়ার পর বার্সা কর্তৃপক্ষ তাকে এশিয়া সফরের দলে অন্তর্ভুক্ত করেছে। আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) হ্যান্সি ফ্লিকের অধীনে দলটি জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাবে। ধারণা করা হচ্ছে, সেখানেই রাশফোর্ডের কাতালানদের হয়ে প্রাক-মৌসুমে অভিষেক হতে পারে। মূল মৌসুম শুরু হবে আগস্টে।

রাশফোর্ডের ক্যারিয়ার পরিসংখ্যানও উল্লেখযোগ্য। ২০১৬ সালে মাত্র ১৮ বছর বয়সে ইউনাইটেডে অভিষেকের পর ৪২৬ ম্যাচে ১৩৮টি গোল করেছেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ৬২টি ম্যাচ, গোল করেছেন ১৭টি। ২০২২-২৩ মৌসুম থেকে গত তিন বছরে ইউনাইটেডের হয়ে খেলেছেন ৫৬টি ম্যাচে, যেখানে তার গোল সংখ্যা ৩০ এবং অ্যাসিস্ট ৯টি।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—১৯৮৮ সালের পর প্রথম কোনো ইংলিশ ফুটবলার হিসেবে বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন রাশফোর্ড। এর আগে কেবল কিংবদন্তি গ্যারি লিনেকার তিন মৌসুম বার্সার হয়ে খেলেছেন।

রাশফোর্ডের এই যাত্রা কেবল একটি ক্লাব পরিবর্তনের গল্প নয়, বরং এটি একজন খেলোয়াড়ের চ্যালেঞ্জ গ্রহণ, আত্মত্যাগ ও নতুন করে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণামূলক অধ্যায় হয়ে উঠতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে