রংপুর বিভাগ ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয় চিলমারীর আহ্বানে ২২ জুলাই থেকে উত্তরবঙ্গ ব্যাপী ট্যাংক লরী ধর্মঘট প্রত্যাহারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চিলমারী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ রিয়াজুল হক। তিনি বলেন কুড়িগ্রামসহ রংপুর, গাইবান্ধা, লাল-মনিরহাট, নীলফামারী ও জামালপুর জেলার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ১৯৮৯ইং সালে কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে ভাসমান তেল ডিপো স্থাপন করে ২০১৮ইং সাল পর্যন্ত তেল সরবরাহ অব্যাহত ছিল। ২০১৯ইং সালে মিথ্যা তথ্যের অযুহাতে ডিপোতে তেল সরবারহ বন্ধ করে দেওয়া হয়। ডিপোতে পুনরায় তেল সরবরাহ চালু করাসহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষে রংপুর বিভাগ ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয় চিলমারী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কর্মসূচির মধ্যে ২২ জুলাই থেকে গোটা উত্তরবঙ্গ ব্যাপী লাগাতারভাবে অনির্দিষ্টকালের জন্য ট্যাংক লরী ধর্মঘট আহ্বান করা হয়েছিল। অনিবার্য কারণ বসত ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে অন্যান্য কর্মসূচি চলমান রাখা হবে বলে জানান।