নীলফামারীতে মাদক নিয়ন্ত্রণে আলোচনা সভার আয়োজন করা হয়। ২১ জুলাই সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই সভার আয়োজন ছিল।
এটির উদ্যোক্তায় ছিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে সহযোগিতা করে ইসলামিক ফাউন্ডেশন।
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। তিনি মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে মসজিদের ইমামদের করণীয় সস্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ অতিথির বক্তব্য বলেন, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলাধীন বিভিন্ন মসজিদের ইমাম,ধর্মীয় শিক্ষকসহ অনেকে।
সভায় প্রতি শুক্রবার জুম'আর নামাজের খুৎবার পূর্বে ধর্মীয় দৃষ্টিকোন থেকে মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য উপস্থাপনের উপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।