রংপুরে ২৩ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ০৬:৪৩ পিএম
রংপুরে ২৩ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক

রংপুরে ২৩ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। এসময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়। 

সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই রাত পৌনে ১২ টার দিকে রংপুর জেলার কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় রংপুরগামী মহাসড়কের উপর তিস্তা ব্রীজের দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালককে থামানোর সংকেত দিয়ে আটকানো হয়। পরে তল্লাশি করে মোটরসাইকেলের চালকের কাছে থাকা ব্যাগে ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় অভিযুক্ত চালক তুহিন আহম্মেদ (২০) কে আটক করা হয়। আটক তুহিন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা দোলাপাড়ার মৃত হাসান আলীর ছেলে। সেই সাথে ১ টি বাটন ফোন, ১ টি এন্ড্রয়েট ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। 

এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ এ তার অভিযুক্ত তুহিন আহমেদ এর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরে অভিযুক্তকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে