পীরগঞ্জে রাতের আঁধারে জমিতে মই দিয়ে ধানের চারা বিনষ্ট

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ০৬:৪৮ পিএম
পীরগঞ্জে রাতের আঁধারে জমিতে মই দিয়ে ধানের চারা বিনষ্ট

রংপুরের পীরগঞ্জে আমন চারা রোপনকৃত জমিতে মই দিয়ে ধানের চারা নষ্ট। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে শানেরহাট ইউনিয়নের দামোদরপুর গ্রামে। এলাকাবাসী জানায়,শানেরহাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত নেজাম খানের ছেলে সায়েদ খান দামোদরপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আলীর ছেলে নুরুজ্জামান মিয়ার কাছ থেকে ২০২১ সালে নিম্ন তফসীল বর্ণিত সম্পত্তি যাহার দলিল নং ৭৮৯৪/১৮ এবং ৪৪৬১/২০ নং দলিল মূলে ৯১ শতক জমি ক্রয়পুর্বক  শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। শনিবার উক্ত জমিতে সায়েদ খান আমন ধানের চারা রোপণ করে। শনিবার দিবাগত গভীর রাতে দামোদরপুর গ্রামের বিক্রেতা নুরুজ্জামানের বড় ভাই আনারুল ইসলাম ও তার পরিবারের লোকজন রোপণকৃত ধানের জমিতে মই দিয়ে নষ্ট করে দেয়। রোববার সকালে খবর পেয়ে শানেরহাট বিট পুলিশ এর এসআই কে বিষয়টি অবগত করেন করা হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,গত কয়েক বছর ধরে পার্বতীপুর গ্রামের সায়েদ খান জমি ক্রয় করে চাষাবাদ করে আসছে এবং শনিবার দিনভর  সায়েদ খান জমিতে ধান রোপণ করেন। রোববার সকালে গিয়া দেখা যায় জমিতে মই দিয়ে ধানের চারা নষ্ট করা করে দেয়া হয়েছে। সায়েদ খান বলেন, আমি নুরুজ্জামানের কাছ থেকে জমি কিনে চাষাবাদ করে আসছি এবং সেই জমির দলিলের স্বাক্ষী হিসেবে তার বড় ভাই আনারুল ইসলাম রয়েছেন। আনারুল ইসলাম নিজেও ১৫৫ শতক জমি  বিক্রি করার কথা বলে নগদ সাড়ে তিন লাখ টাকা গ্রহণ কেেছ। আমি পরপর কয়েকবার দলিল লেখার কাজ শেষ করি,সে স্বাক্ষর না করেই সটকে পড়ে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন এলাকাবাসী এবং থানা পুলিশ আপোষ মীমাংসার জন্য চেষ্টা করলেও সে পালিয়ে থাকে। অনেক দিন হয়রানি হবার পর আমি থানায় গিয়ে দুই ভাইয়ের নামে মামলা করি। যার মামলা নং ৩২৭/২০। সেই মামলার কারনে আমার রোপণকৃত জমিতে মই দিয়েছে আনারুলের লোকজন। আমি এর প্রতিকার চাই। তিনি আরও বলেন, দামোদরপুর,জে এল নং-১৯৬, খতিয়ান নং-৭০৬,৬২৮, ৭৫,৭৮,৬৪৯,৬৮৪,৭৪, আর এস-বিভিন্ দাগে মোট ৯১ শতক জমি। অভিযুক্ত আনারুল ইসলাম এর সাথে কথা বলার চেষ্টা  করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে পীরগঞ্জ শানেরহাট বিট পুলিশের এসআই শরিফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে