মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ০৬:৫৩ পিএম
মাধবপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি মাদক মামলায় আদালতের রায়ে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এদেরকে রোববার ও সোমবার অভিযান চালিয়ে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের একজন হলেন-মাধবপুর উপজেলার ধর্মনগর ইউনিয়নের আলীনগর গ্রামের শফিক মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩০)। তার বিরুদ্ধে একটি মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল আলীনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অপরজন জয়নগর গ্রামের কেলু মিয়ার ছেলে আনু মিয়া (৪০)। তার বিরুদ্ধে আদালত এক বছরের কারাদণ্ডের রায় প্রদান করেন। তিনিও দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত দুই আসামিকে সোমবার সকালে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে