কেহউ আইন মানছে না

কিশোরগঞ্জে ব্যাঙের ছাতার মতো স্টীল বডি দিয়ে বালু আনলোড

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ০৬:৫৮ পিএম
কিশোরগঞ্জে ব্যাঙের ছাতার মতো স্টীল বডি দিয়ে বালু আনলোড

ব্যাঙের ছাতার মতো এই তিনটি উপজেলায় স্টীল বডি নৌকা দিয়ে বালু আনলোড করছে অসাধু ব্যবসায়িরা। আইন থাকলে ও কেউ যেন, আইন মানছে না বলে এলাকায় অভিযোগ রয়েছে। প্রশাসন যেন ঝিমিয়ে পড়েছে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ব্রিজ সংলগ্ন, এর ২০০ শত গজ দূরে, মথুরাপুর, দিঘীরপাড় সহ ৮ থেকে ৯টি স্থানে অর্ধশত স্টীল বডি ও নৌকা দিয়ে বালু আনলোড করার ফলে পৌর শহরের বিভিন্ন স্থানে রাস্তার উপর দিয়ে পাইপ টানার ফলে রাস্তা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা নির্বীকার হয়ে পড়েছেন। সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছেন। তাদের অভিযোগ পূর্বের উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন এ সব বালু ভর্তি স্টীল বডি নৌকা কে যেখানে লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্ব আদায় করতেন, সেখানে এখন সেটা উল্টো হচ্ছে বলে এলাকায় উঠেছে। এ দিকে নিকলী উপজেলার নদী তীরবর্তী এলাকা ছাড়া ও বিভিন্ন জায়গায় এ সব চিত্র দেখছেন এলাকা বাসী। কিছু রাজনৈতিক ব্যক্তি পরিচয় ধারিরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। অন্য দিকে কুলিয়ারচর পৌর শহরের মানিকদী ব্রিজ টির এ পাশে এবং ও পাশে স্টীল বডি দিয়ে বালু আনলোড করার ফলে ব্রিজটি হুমকির সম্মুখীন হচ্ছে। এ ছাড়া পৌর শহর ছাড়া ও এই উপজেলার বিভিন্ন নদী থেকে বালু উত্তোলন হচ্ছে বছরের পর বছর ধরে। এলাকার নিরিহ জনগণ প্রভাবশালীদের কারণে নিরব ভূমিকা পালন করছে। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, পাশ্ববর্তী ভৈরব এলাকা নদী ইজারা থেকে স্টীল বডি দিয়ে ব্যবসায়ীরা বালি আনছেন। এ ব্যাপারে জেলা প্রশাসক এ বিষয়ে জানেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে