ফেনীর বন্যার ত্রাণের অর্থ কোথায় গেল? —জবাব দিলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ১২:৪০ পিএম
ফেনীর বন্যার ত্রাণের অর্থ কোথায় গেল? —জবাব দিলেন সারজিস

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীবাসীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সংগঠিত গণ-ত্রাণ কর্মসূচিতে উত্তোলিত অর্থের ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২১ জুলাই) রাতে ফেনী সফরকালে সারজিস আলমকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীরা। শুরুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনিচ্ছুক সারজিস এক পর্যায়ে ফেনীর সার্কিট হাউজের প্রবেশমুখে গাড়ি থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

তিনি জানান, টিএসসিতে সংগৃহীত ত্রাণের টাকা একটি আন্তর্জাতিক অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা করিয়ে সরাসরি সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ফান্ডে জমা দেওয়া হয়েছে। তার ভাষায়, “আমাদের হাতে লজিস্টিক বা জনবল না থাকায় নিজেরা বিতরণ করলে অর্থের অপব্যবহার হতে পারত। সেই দায় এড়াতেই আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়েছি।”

তিনি আরও বলেন, এটি আওয়ামী লীগের কোনো মন্ত্রণালয় নয় বরং অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের অধীন একটি মন্ত্রণালয়। তাই জনগণের আস্থার জায়গা হওয়া উচিত এই মন্ত্রণালয়েই। তার পরামর্শ, “যদি প্রশ্ন তোলা হয়, সেটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে করবেন। জিজ্ঞেস করবেন—টিএসসিতে সংগৃহীত অর্থ থেকে ফেনীর জন্য কত টাকা খরচ হয়েছে, আর কত বাকি আছে।”

সারজিস জানান, ফেনীর স্থানীয় সচেতন নাগরিক সমাজের অনুরোধে এনসিপির কেন্দ্রীয় কমিটির ফেনী অঞ্চলের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি অনুসন্ধান করার। আগামী এক সপ্তাহের মধ্যে তারা ত্রাণ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে ব্যয়ের বিস্তারিত হিসাব জানতে চেষ্টা করবেন। তিনি বলেন, “যদি টাকার পুরোটা ব্যয় না হয়ে থাকে, তবে কেন হয়নি, আর যদি অতিরিক্ত খরচ হয়ে থাকে, তবে কোথায় কীভাবে ব্যয় হয়েছে—তার বিশদ বিবরণ যেন জনগণের সামনে উপস্থাপন করা হয়।”

সাংবাদিকদের উদ্দেশে সারজিস আলম পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “আপনি যদি ফেরেশতা হন, তবুও কেউ কেউ আপনাকে শয়তান বলবে—কারণ তাদের ব্যক্তিস্বার্থে আঘাত লাগে। মিডিয়া কখনো ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে সংবাদ পরিবেশন করবে না, করবে শুধু সত্য এবং দায়বদ্ধতার ভিত্তিতে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের বন্যায় টিএসসিতে সংগঠিত গণ-ত্রাণ কর্মসূচির অর্থ ফেনীর মানুষের কাছে পৌঁছায়নি বলে বিভিন্ন মহলে ক্ষোভ প্রকাশ করা হয়। সেই সূত্র ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ও প্রশ্ন উঠতে থাকে। এরই পরিপ্রেক্ষিতে সারজিস আলম সরাসরি সাংবাদিকদের সামনে এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার করলেন।

আপনার জেলার সংবাদ পড়তে