চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কীম আওতায় এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বিজয়ানন্দ বড়ুয়া প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।