দিনাজপুরে ৪৩০ তম স্কাউট ইউনিট লিডার অ্যাডভান্সড কোর্স উদ্বোধন করা হয়েছে। আজ ২২ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে দশমাইল আঞ্চলিক কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে, বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ বিভাগের পরিচালনায় কোর্সের উদ্বোধন করেন আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) বিনয় কুমার রায়,এলটি।
এসময় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কোষাধ্যক্ষ আরিফ হোসেন চৌধুরী এলটি, স্কাউট এর সহকারি পরিচালক মোঃ সৈকত হোসেন এএলটি, প্রশিক্ষক দিপংকর বিশ্বাস এএলটি, দিনাজপুর অঞ্চলের স্কাউট সম্পাদক মোঃ আবু সাঈদ এএলটি সহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কোর্সে খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সরকার, সাংবাদিক মোরশেদ উল আলম, বিভিন্ন স্কুল কলেজ মাদরাসাসহ বিভিন্ন স্কাউট গ্রুপের ৪৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।