মুক্তাগাছায় জুলাই পুনর্জাগরণে ফুটবল খেলা

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ০২:৫৩ পিএম
মুক্তাগাছায় জুলাই পুনর্জাগরণে ফুটবল খেলা

জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলাটির উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহম্মেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও আহত যোদ্ধা এবং এনসিপির নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। হলুদ-সবুজ জার্সিতে ৩৬ জুলাই নামাঙ্কিত দুটি দল খেলায় অংশ নেয়। এতে উপজেলার সাবেক ও বর্তমান ফুটবলাররাও অংশ নেয়। ১ ঘন্টার এ খেলায় হলুদ দল সবুজ দলকে কে ১-০ গোলে পরাজিত করে। ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও বলেন, জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্খা পুনর্জাগরণের এ আয়োজন বাস্তবায়ন করতে পেরে আনন্দিত। খেলা শেষে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রায় ২শতাধিক দর্শক খেলাটি উপভোগ করে

আপনার জেলার সংবাদ পড়তে