দিনাজপুরের কাহারোল উপজেলার ৪নং তারগাঁও ইউপির হাটিয়ারী গ্রামের প্রভাষক পুলিন চন্দ্র রায়ের বাড়ীতে মঙ্গলবার রাত আনুমানিক ৩ঘটিকার সময় ১০ থেকে ১২ জন অজ্ঞাতা নামা লোক বাড়ীর প্রচারীর টপকিয়ে বিভিন্ন ঘরের মধ্যে প্রবেশ করে আনুমানিক ২মন কাসার বিভিন্ন প্রকার জিনিসপত্র ও ১৮ থেকে ১৯ ভরি স্বর্ন অলঙ্কার এবং নগদ ২ লক্ষ টাকা জানালার গ্রীল ভেঙ্গে নিয়ে গেছে।
প্রভাষক পুলিন চন্দ্র রায় জানান, রাতের বেলায় তিনি ও তার ভাই বাড়ীতে ছিলেন না, তার বাবা ও মা বাড়ীতে ছিলেন। পুলিন চন্দ্র রায়ের বাবা কানাই চন্দ্র রায় বলেন, আনুমানিক রাত ৩টার সময় আমার ঘুম ভেঙ্গে গেলে আমার বিছানার পাশ্বে ৩ জন লোক দেশীয় অস্ত্র সহ দাড়িয়ে ছিল। তারা আমাকে উদ্দেশ্য করে বলেন, চুপ চাপ থাকবেন কথা বলবেন না। চোরেরা চুরি করে মালামাল নিয়ে পালিয়ে গেছে। মঙ্গলবার সকাল ১১টায় কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামন ও কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের স্বার্থে কাহারোল থানার অফিসার ইনচার্জ চুরি বিষয়ে কোন মন্তব্য করেননি। ২০১৪ইং সালে প্রভাষক পুলিন চন্দ্র রায়ে বাড়ীতে অভিনব কায়দায় ডাকাতি হয়েছিলে কিন্তু রহস্য উদঘাটন করতে পারে নাই আইনশৃখলা বাহিনী। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করেননি পুলিন চন্দ্র রায়।