২৫ জুলাই সিলেটে এনসিপির পদযাত্রা

স্বপ্নের বাংলাদেশ গড়তে জনতার পথে কেন্দ্রীয় নেতৃত্ব

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ০৪:৩৩ পিএম
স্বপ্নের বাংলাদেশ গড়তে জনতার পথে কেন্দ্রীয় নেতৃত্ব


২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এই ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে আসছে ২৫ জুলাই, শুক্রবার, প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শীর্ষক এই কর্মসূচিকে ঘিরে সিলেটজুড়ে এখন সাজ সাজ রব।

পদযাত্রাটি শুরু হবে বিকেল ৫টায়, নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এরপর তা অগ্রসর হবে আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাপ্ত হবে নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে। এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন

গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। পদযাত্রাকে কেন্দ্র করে সিলেটে ইতোমধ্যে জমে উঠেছে প্রস্তুতি।

গতকাল ২২ জুলাই, সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, “সিলেটবাসীর আগ্রহ ও উৎসাহ দেখে আমরা অভিভূত। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের অনুপ্রেরণা।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, “পুরনো রাজনৈতিক ধারার বাইরে গিয়ে, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে এনসিপি এক নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলছে। মিডিয়া ও জনগণের সম্মিলিত শক্তিতে ২০২৪ সালের ফ্যাসিস্ট সরকারকে আমরা হটাতে পেরেছি। এবারের পদযাত্রা সেই জয়যাত্রারই অংশ।”

নির্বিঘ্ন কর্মসূচি নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনাসহ সব প্রস্তুতি চূড়ান্ত-জানান নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান এবং সঞ্চালনা করেন মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী কামরুল হাসান আরিফ, ফয়সাল আহমদ, আবু সাঈদ, আতাউর রহমান আতা, মোহাম্মদ নুরুল ইসলাম, মহানগর যুগ্ম সমন্বয়কারী এড. মোহাম্মদ আবদুর রহমান আফজাল, মোহাম্মদ নুরুল হক, তারেক আহমদ বিলাস, প্রকৌশলী আদনান তায়্যিব, কিবরিয়া সরোয়ার ও মুস্তাকিম আহমদ মুস্তাক।

আপনার জেলার সংবাদ পড়তে