রংপুরের পীরগাছায় কমিউনিটি ভিত্তিক বিরোধ মিমাংসায় আরজেএমএফ সদস্য ও অন্যান্য অংশীজনদের সাথে উপজেলা পর্যায়ের বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে আঞ্চলিক কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক সিদ্দিকুর রহমান।
নাগরিক উদ্যোগের এরিয়া ম্যানেজার শ্যামল মোহন্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগাছা থানার এসআই মশিউর রহমান, তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, সাংবাদিক তাজরুল ইসলাম, ইউপি সদস্য আবু হেনা মোস্তফা কামাল মাসুদ, আরজেএমএফ সদস্য জাহাঙ্গীর আলম জালাল, মাহবুবার রহমান লাঞ্চু, আলতাব হোসেন আলতু, রোজী রহমান, শাহনাজ বেগম শিউলি, রাশেদা বেগম, আতাউর রহমান, রওশন আরা বেগম প্রমুখ।
কমিউনিটি ভিত্তিক বিরোধ মিমাংসার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে চলতি বছরের ১৫ জুন পর্যন্ত ১৮৬টি অভিযোগ গ্রহণ করা হয়। তার মধ্যে ১৪৮টি অভিযোগ নিষ্পত্তি করে ৩৩ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এতে করে ৩২৯ জন উপকারভোগী হন। সভার শুরুতেই উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।