উত্তরায় বিমান দুর্ঘটনা

হতাহতদের জন্য বরিশালে বিএনপির দোয়া-মিলাদ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ০৬:১৩ পিএম
হতাহতদের জন্য বরিশালে বিএনপির দোয়া-মিলাদ

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে বরিশালে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আছর কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। সরকারি গৌরনদী কলেজ মসজিদে অনুষ্ঠিত দোয়া-মিলাদে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দরা বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান করেন। একইদিন সকালে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

আপনার জেলার সংবাদ পড়তে