কালীগঞ্জে

এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ২২ জুলাই, ২০২৫, ০৬:৩৬ পিএম
এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫ সালে প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক কর্মশালায় অন্যান্যের মাঝে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই জান্নাত, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমীর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থাণীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, শিক্ষকদের জবাবদিহিতা, শিক্ষার্থীদের ফলাফল উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে বিস্তারিত আলোচনা করা হয়। পরিশেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় প্রথম স্থান অধিকারকারী তুমলিয়া বালক উচ্চ বিদ্যাল, দ্বিতীয় সেন্ট নিকোলাস বালক উচ্চ বিদ্যালয ও তৃতীয় কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং দাখিল পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অধিকারকারী রাতকানা বালিকা দাখিল মাদ্রাসা, দ্বিতীয় সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ও তৃতীয় স্থান অধিকারকারী খলাপাড়া দাখিল মাদ্রাসা প্রধানকে ভালো ফলাফল অর্জনকারী হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে